বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

ক্রমিক নংপদের নাম ও বেতন স্কেলপদের সংখ্যাশিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা
প্রশিক্ষক (প্রশাসন)
(২২,০০০-৫৩,০৬০/-)
সামাজিক বিজ্ঞানের যে কোনাে বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর।
এমবিএ/ এমপিএ ডিগ্রি।
সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার
(২২,০০০-৫৩,০৬০/-)
মাজিক বিজ্ঞানের যে কোনাে বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর।
এমবিএ/ এমপিএ ডিগ্রি।
 সহকারী ব্যবস্থাপক
(২২,০০০–৫৩,০৬০/-)
স্নাতকোত্তর ডিগ্রি।
সহকারী হিসাব নিয়ন্ত্রক
(২২,০০০–৫৩,০৬০/-)
বাণিজ্য/ ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
সহকারী নিয়ন্ত্রক (অডিট)
(২২,০০০–৫৩,০৬০/-)
বাণিজ্য/ ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
সহকারী প্রকৌশলী
(২২,০০০–৫৩,০৬০/-)
২৬কৃষি/পানি সম্পদ/ তড়িৎ/ যান্ত্রিক/ সিভিল প্রকৌশলে ২য় শ্রেণির ।
উপসহকারী প্রকৌশলী
(১৬,০০০-৩৮,৬৪০/-)
৩০সিভিল/যান্ত্রিক/তড়িৎ পাওয়ার/সার্ভে প্রকৌশলে ডিপ্লোমা।
উপসহকারী পরিচালক
(১৬,০০০-৩৮,৬৪০/-)
কৃষিতে কমপক্ষে ২য় শ্রেণির ডিপ্লোমা।

শর্তাবলি :

 ক. ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। এসএসসি সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। এক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

গ. নিয়ােগের ক্ষেত্রে বিএডিসির প্রবিধানমালা এবং সরকারের বিদ্যমান বিধি-বিধান (পরবর্তী সংশােধনসহ) অনুসরণ করতে হবে।

ঘ.পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঙ. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ. কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

ছ. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: সকাল ১০:০০ টা থেকে ১৬ মার্চ ২০২২ খ্রি: তারিখ বিকাল | ৫:০০টা পর্যন্ত। পরীক্ষার ফি বাবদ ১০০০/- (একহাজার) টাকা নিয়মানুসারে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

জ, নিয়ােগ নীতিমালা অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক | সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানাে হবে।

ঝ, বিজ্ঞাপিত পদসমূহের লিখিত পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হতে পারে।

ঞ, নিয়ােগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

ট, Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করতে হবে। , এ নিয়ােগ বিজ্ঞপ্তি, আবেদনের অন্যান্য শর্তাবলি ও ফরম পূরণপদ্ধতি এবং যে কোনাে সংশােধন, সংযােজন বিএডিসির ওয়েবসাইটে (www.badc.gov.bd) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.