নেতাদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন শ্রীলঙ্কার স্পিকার

bdinfo.com.bd

শ্রীলঙ্কাজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে বিশেষ দলগুলোর নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

স্পিকার মাহিন্দার কার্যালয় থেকে জানানো হয়েছে, স্পিকারের আহ্বানে আজ বুধবার স্থানীয় সময় বেলা ৩টায় ভার্চ্যুয়াল বিশেষ সভায় যোগ দেবেন নেতারা।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের দেওয়া আগুনে জ্বলছে সনাথ নিশান্ত নামে এক মন্ত্রীর বাড়ি
ছবি: রয়টার্স

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে বিভিন্ন দলের নেতাদের নিয়ে স্পিকার সভা ডেকেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর।

মহামারির ধাক্কার পাশাপাশি আর্থিক অব্যবস্থাপনার কারণে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর্থিক দুর্দশা চলছে শ্রীলঙ্কায়। দেশটিতে বিগত কয়েক মাস ধরেই খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী। চলছে বিদ্যুৎ-বিভ্রাটও। ওষুধ নেই। এমন পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা।

তুমুল গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রাজধানী কলম্বো ছেড়েছেন। এ ছাড়া শ্রীলঙ্কার বহু রাজনীতিক ও তাঁদের পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুজব উঠেছে।

তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.