রসায়ন বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি

bdinfo
bdinfo

নিয়োগকর্তা:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ।

পদের নাম: রসায়ন বিভাগ প্রভাষক ।

কর্মস্থান : বাংলাদেশের যেকোনো স্থানে।

পদের সংখ্যা: ১টি ।

কাজের ধরন: ফুলটাইম।

বয়সসীমা: ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: ১.এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.০০ অথবা সনাতন পদ্ধতিতে ১ম বিভাগ থাকতে হবে ।

২.সংশ্লিষ্ট বিভাগে০৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রী এবং থিসিসসহ (প্রযোজ্য ক্ষেত্রে) স্নাত্কোতর ডিগ্রী থাকতে হবে।

৩.সংশ্লিষ্ট অনুষদভূক্ত প্রার্থীদেরকে-

বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি/বিজনেস স্টাডিজ অনুষদ্ভূক্ত বিভাগসমূহের ক্ষেত্রে  স্নাতক ও স্নাত্কোতর উভয় পরীক্ষায় সিজিপিএ ৫.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ অথবা সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি থাকতে হবে। তবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী প্রাথীরা ও আবেদন করতে পারবে এবং এমএসসি ডিগ্রীধারী যোগ্যপ্রাথী পাওয়া না গেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী প্রাথী এমএসসি  ডিগ্রী যথাশীঘ্র সম্পন্ন করার শর্তে নেয়া যেতে পারে ।

অভিজ্ঞতা : সংশ্লিষ্ট অনুষদ্ভূক্ত প্রাথীদেরকে- বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি/বিজনেস স্টাডিজ অনুষদ্ভূক্ত বিভাগসমূহের ক্ষেত্রে  স্নাতক ও স্নাত্কোতর উভয় পরীক্ষায় সিজিপিএ ৫.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ অথবা সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি থাকতে হবে। তবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী প্রাথীরা ও আবেদন করতে পারবে এবং এমএসসি ডিগ্রীধারী যোগ্যপ্রাথী পাওয়া না গেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী প্রাথী এমএসসি  ডিগ্রী যথাশীঘ্র সম্পন্ন করার শর্তে নেয়া যেতে পারে ।

বেতন: ২২,০০০-৫৩,০৬০/ (গ্রেড-৯)

প্রকাশের তারিখ: ০৩  এপ্রিল ২০২১

আবেদন শুরুর তারিখ: ০৩  এপ্রিল ২০২১ সকাল ১০ টা

আবেদনের সময়সীমা: ২৫ এপ্রিল ২০২১ অপরাহ্ন ৫টা

প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানাঃ www.pust.ac.bd

Source: www.pust.ac.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.