সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

bdinfo
bdinfo

নিয়োগকর্তা:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ।

পদের নাম:সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক ।

কর্মস্থান : বাংলাদেশের যেকোনো স্থানে।

পদের সংখ্যা: ১টি ।

কাজের ধরন: ফুলটাইম।

বয়সসীমা: ১৮-৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা:ক) কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় গ্রেডিং পয়েন্টে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫ অথবা সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি থাকতে হবে।

খ) ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়  গ্রেডিং পয়েন্টে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫ অথবা সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি থাকতে হবে।

গ) এসএসসি ও এইচএসসি প্রত্যেকটি পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.৫০ অথবা সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ থাকতে হবে।

ঘ) কোন পরীক্ষায় সিজিপিএ ২.৫০-এর কম/৩য় বিভাগ/ শ্যেণি গ্রহণযোগ্য নয় ।

ঙ) সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ০৭ বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতা, কমপক্ষ তিনটি স্নাতকোতর পর্যায়ের থিসিস গবেষণা পরিচালনা (supervision)এর অভিজ্ঞতা ও সহকারী অধ্যাপক  হিসাবে কমপক্ষে ০৪ বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতাসহ স্বীকৃত (referred) জার্নালে অন্তত ০৩ টি প্রকাশনা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ০৮ বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতা, কমপক্ষ ২টি স্নাতকোতর পর্যায়ের থিসিস গবেষণা পরিচালনা (supervision)এর অভিজ্ঞতা ও সহকারী অধ্যাপক  হিসাবে কমপক্ষে ০৪ বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতাসহ স্বীকৃত (referred) জার্নালে অন্তত ০৩ টি প্রকাশনা থাকতে হবে ।

বেতন: ৫০,০০০-৭১,২০০/ (গ্রেড-৪)

প্রকাশের তারিখ: ০৪ এপ্রিল ২০২১

আবেদন শুরুর তারিখ: ০৪  এপ্রিল ২০২১ সকাল ১০ টা

আবেদনের সময়সীমা: ২৫ এপ্রিল ২০২১ অপরাহ্ন ৫টা

প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানাঃ www.pust.ac.bd.

Source: www.pust.ac.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.