৩০ ডলারের চিত্রকর্মের দাম এখন ১ কোটি ডলার!

কয়েক বছর আগে যুক্তরাজ্যের এক স্থপতি তার বাড়ির পুরোনো জিনিসপত্র বিক্রি করার সময় মাত্র ৩০ ডলারের বিনিময়ে একটি চিত্রকর্ম বিক্রি করে দেন। চিত্রকর্মটি কিনে নেন ক্লিফোর্ড শোরার নামের এক শিল্প-সংগ্রাহক।

আর এবার জানা গেল, মাত্র ৩০ ডলার দামে কেনা সেই চিত্রকর্মটির বর্তমান দাম নাকি ১ কোটি ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটির টাকারও বেশি।

কেন চিত্রকর্মটির এত দাম?

লন্ডনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান অ্যাগনিউস গ্যালারি’র তথ্যমতে, চিত্রকর্মটির নাম ‘দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’। যা একেঁছিলেন প্রখ্যাত জার্মান চিত্রশিল্পী আলব্রেখট ড্যুরার। ১৫২৮ সালে মৃত্যু হয় তাঁর। রেনেসাঁ যুগের সবচেয়ে খ্যাতনামা শিল্পী ও বুদ্ধিজীবীদের একজন হিসেবেই চিহ্নিত করা হয়ে থাকে তাঁকে। পাশাপাশি সেই সময়ের শ্রেষ্ঠ জার্মান শিল্পীর খেতাবও পেয়েছিলেন তিনি।

ড্যুরার ১৫০৩ সালে ‘দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’ আঁকা শেষ করেছিলেন বলে বিশেষজ্ঞদের ধারণা। চিত্রকর্মটি বর্তমানে অ্যাগনিউস গ্যালারি-তে রয়েছে। 

চিত্রকর্মটির খোঁজ যেভাবে মিলল

কয়েক বছর আগে চিত্রকর্মটি ৩০ ডলার দামে কেনেন অ্যাগনিউস গ্যালারির উপদেষ্টা ক্লিফোর্ড শোরার। তিনি কীভাবে এটির সন্ধান পেয়েছিলেন চমকপ্রদ সেই গল্পটা সিএনএনকে জানিয়েছেন।

ক্লিফোর্ড শোরার বলেন, ২০১৯ সালে ম্যাসাচুসেটসে একটি পার্টিতে যাচ্ছিলেন তিনি। তবে উপহার নিতে ভুলে যান। ফলে উপহার কিনতে ছুটতে হয় একটি বইয়ের দোকানে। দোকানি তাঁকে জানান, তাঁর এক বন্ধুর কাছে ড্যুরারের একটি চিত্রকর্ম আছে। শুনেই ওই ব্যক্তির কাছে যান শোরার। তবে আশা ছিল ক্ষীণ। কারণ, সর্বশেষ ড্যুরারের অজানা কোনো চিত্রকর্মের সন্ধান মিলেছিল ১০০ বছরের বেশি আগে

ক্লিফোর্ড শোরার বলেন, ২০১৯ সালে ম্যাসাচুসেটসে একটি পার্টিতে যাচ্ছিলেন তিনি। তবে উপহার নিতে ভুলে যান। ফলে উপহার কিনতে ছুটতে হয় একটি বইয়ের দোকানে। দোকানি তাঁকে জানান, তাঁর এক বন্ধুর কাছে ড্যুরারের একটি চিত্রকর্ম আছে। শুনেই ওই ব্যক্তির কাছে যান শোরার। তবে আশা ছিল ক্ষীণ। কারণ, সর্বশেষ ড্যুরারের অজানা কোনো চিত্রকর্মের সন্ধান মিলেছিল ১০০ বছরের বেশি আগে

৩০ ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নেন শোরার। এরপর চিত্রকর্মটি যে ড্যুরারের আঁকা, তা খাতা-কলমে প্রমাণ করতে তিন বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা চলেছে। সেটি খুঁটিয়ে দেখেছেন নানা বিশেষজ্ঞ। শেষমেশ দেখা যায়, চিত্রকর্মটি নিয়ে শোরারের ধারণাই ঠিক। সেটি যে আসল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শোরারের বিশ্বাস, নিলামে তোলা হলে চিত্রকর্মটির দাম ১ কোটি ডলার ছাড়াবে।

শোরারের মতে, এটি আলব্রেখট ড্যুরারের ‘বিরল’ একটি চিত্রকর্ম- ১৭ শতকের কৃষ্ণাঙ্গ মহিলার পেইন্টিং। ‌ড্যুরার সর্বকালের সেরা চিত্রকরদের একজন, কাঠ-খোঁদাই এবং অঙ্কনে একজন পথপ্রদর্শক। তাঁর বহু কাজ সেরা শিল্পকর্মের ইতিহাসে আদর্শ হয়ে আছে। বিশেষ করে তাঁর ‘প্রিন্ট’ বা ছাপ শিল্প শৈলী আজও বহু শিল্পীরই প্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.