শাহিন স্কুল এন্ড কলেজ

পদের নামঃ শাখা পরিচালক ।

বিনা পুঁজিতে ! শুধুমাত্র নিজের মেধা ও শ্রম বিনিয়োগের মাধ্যমে শাহীন শিক্ষা পরিবার এ শাখা অংশীদার !! শাখা পরিচালক হিসেবে আবেদনের সুযোগ !!!

বিস্তারিত:

১. জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান ” শাহীন শিক্ষা পরিবার” এ গণিত অথবা ইংরেজি পাঠদানে পারদর্শীগণ শাখা পরিচালক হিসেবে আবেদন করতে পারবেন ।
২. ইংরেজি অথবা গণিত বিষয়ে পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী আবেদন করতে পারবেন।
৩. ইংরেজি অথবা গণিত বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ. পাশ না হলেও চলবে।
৪. শাখা পরিচালক হিসেবে বিবেচিত হওয়ার জন্য কমপক্ষে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত একজন শিক্ষক হিসেবে শাহীন শিক্ষা পরিবার এর কর্তৃপক্ষের মনোনীত যে কোন ক্যাম্পাস এ (৩২ জেলার ১০৭ ক্যাম্পাস ) শিক্ষক হিসেবে কর্মরত থেকে নিজের দক্ষতা যোগ্যতা ও সততা প্রমাণ করতে হবে । শাখা পরিচালক হওয়ার যোগ্যতা অর্জনের জন্য কত সময় লাগবে তা নির্ভর করবে আবেদনকারীর পরিশ্রম , দক্ষতা ও যোগ্যতার উপর । নিজেকে পরিশ্রমী এবং যোগ্যতার পরিচয় যত কম সময়ে প্রমাণ করতে পারবেন তত তাড়াতাড়ি একজন শাখা পরিচালক হিসেবে বিবেচিত হবেন ।
৫. শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে ১০,০০০- ১২,০০০/ – টাকা । তবে স্পোকেন ইংলিশের দক্ষতা ভালো থাকলে বেতন ১২,০০০-১৫,০০০ টাকা নির্ধারণ করা হবে ((যা লিখিত ও মৌখিক পরীক্ষার উপর নির্ধারণ করা হবে) । এছাড়া শাহীন শিক্ষা পরিবারের যে ক্যাম্পাসেই শিক্ষক হিসেবে পাঠানো হবে সে ক্যাম্পাসে আপনার জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানের আবাসিকে করা হবে ।
৬. স্নাতক অধ্যায়নরত আবেদন করতে পারবেন । তবে অংশীদার হিসেবে স্নাতক পাশের পর দক্ষতা – যোগ্যতা অনুসারে বিবেচনা করা হবে ।
৭. বর্তমান শাখা পরিচালকের নো অবজেকশন সার্টিফিকেটের ভিত্তিতে শাহীন শিক্ষা পরিবার এ কর্মরত বর্তমান শিক্ষকগণও আবেদন করতে পারবেন ।
৮. যোগ্যতা অর্জনের পর প্রশাসনিক দক্ষতা আনয়নের জন্য ট্রেনিং করানো হবে।
৯. অতিরিক্ত তথ্য জানতে- ০১৭৮৫-০০৩৩৪৪, ০১৬২২-২২২১১১, ০১৮৪৬-৪৬৯১৩০, ০১৬৮০-০৬৪১২৫

নিয়োগ এর আবেদন ফরম ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন

আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
ফ্লাট# ০৩/এ, বাসা# ০৫, রোড# ০২, সেক্টর# ১১, উত্তরা,ঢাকা-১২৩০।

আবেদন ফরম পাঠনোর শেষ সময়ঃ ১৪ এপ্রিল, ২০২২। রাত ৮.০০ টা পর্যন্ত।

লিখিত পরীক্ষার সময়: ১৫ এপ্রিল, ২০২২ । সকাল ১০.০০ ঘটিকা

প্রবেশপত্র বিতরণ: ১৫ এপ্রিল, ২০২২ সকাল ৯.৩০ মিনিট হইতে ৯.৫৫ মিনিট পর্যন্ত।

পরীক্ষার ভেণ্যু: বাসা# ১৫, রোড# ০৩, সেক্টর# ১১, উত্তরা,ঢাকা-১২৩০ (উত্তরা ক্যাম্পাস)

বি.দ্রঃ ডাকযোগ/ কুরিয়ার/ এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

**বিস্তারিত জানতে ফোন নাম্বারে যোগাযোগ করুন**

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.