বাংলাদেশ রেলে বুকিং সহকারী পদে চাকরি

bdrailwaye

বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত বুকিং সহকারী গ্রেড-২ পদের আবেদন শুরু হয়েছে ৭ এপ্রিল থেকে। সম্প্রতি এই পদে ১৫৩ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: বুকিং সহকারী গ্রেড-২
    পদসংখ্যা: ১৫৩
    যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

বয়সসীমা
প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।

রেলে বুকিং সহকারী পদের আবেদন শুরু, পদ ১৫৩

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, আবেদন ফি জমাদানের পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে সংস্থার নাম, পদের নাম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি ও যোগাযোগের নম্বর দিতে হবে।

আবেদন ফি
পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি–পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটঃ https://railway.gov.bd/

আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

রেলে বুকিং সহকারী পদের আবেদন শুরু, পদ ১৫৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.