রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

brcs

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দুই পদে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা ই–মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।বেতন ৯০ হাজার

  • পদের নাম: পরিচালক, ইউনিট অ্যাফেয়ার্স, বিডিআরসিএস
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্নাতকোত্তর পাস। স্থানীয় অথবা আন্তর্জাতিক এনজিও, স্বেচ্ছাসেবামূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পরিচালক, উপপরিচালক, পরামর্শক, মহাব্যবস্থাপক, সমন্বয়কারী বা সমপদে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়সসীমা: সর্বনিম্ন ৪০ ও সবর্বোচ্চ ৫৫ বছর। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য
    বেতন: মাসে ৯০,০০০ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা, যাতায়াতের জন্য পরিবহন সুবিধা, বিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
  • পদের নাম: পরিচালক, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ, বিডিআরসিএস
    পদসংখ্যা:
    যোগ্যতা: সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্থানীয় অথবা আন্তর্জাতিক এনজিও বা স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পরিচালক, উপপরিচালক, পরামর্শক, মহাব্যবস্থাপক, সমন্বয়কারী, সমপদে আন্তর্জাতিক সম্পর্ক বা যোগাযোগ সাংবাদিকতা বিভাগে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা: সর্বনিম্ন ৪০ ও সবর্বোচ্চ ৫৫ বছর। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য
  • বেতন: মাসে ৯০,০০০ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা, যাতায়াতের জন্য পরিবহন সুবিধা, বিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
  • আবেদন যেভাবে
  • আগ্রহী প্রাথৃীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ সাদা কাগজে নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতিয়তা, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার দক্ষতা, অভিজ্ঞতা, ই–মেইল ঠিকানা, টেলিফোন বা মুঠোফোন নম্বর উল্লেখ করে আবেদনপত্র ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রার্থীকে নিজ জেলার বাসিন্দার স্বপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ দাখিল করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
পরিচালক, মানবসম্পদ বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬ রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা-১২১৭। ই–মেইল: hr@bdrcs.org। খামের ওপর বা ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ মে, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.