আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে ১৫ লাখ ৬৭ হাজার

মার্কিন দূতাবাসে চাকরি

কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে প্রোগ্রাম অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম অফিসার, ফর্টিফিকেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডেভেলপমেন্ট সেক্টর, ফুড ইন্ডাস্ট্রিজ, বেসরকারি সংস্থা বা জাতিসংঘের কোনো এজেন্সিতে নিউট্রিশন অ্যান্ড ফুড ফর্টিফিকেশনে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যান নিউট্রিশন ও নিউট্রিশন প্রোগ্রাম বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রোগ্রাম ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। রিপোর্ট রাইটিং ও প্রেজেন্টেশনে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন প্রায় ১ লাখ ৩০ হাজার ৬১৮ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪১৬ টাকা)।

বিস্তারিত:

https://hotjobs.bdjobs.com/jobs/ni/ni73.htm

আবেদন:

https://apply.workable.com/nutritionintl/j/F3D462D2D5/

আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২২।

Tags: govt jobjobjob bdjob circularjob newsjob opportunitiesjob opportunityjob searchjob seekerjob vacancyআন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরিচাকুরী আবেদন ফরমচাকুরী বিধিমালাচাকুরী বিধিমালা ২০২০চাকুরী বিধিমালা pdfচাকুরী বিধিমালা বইচাকুরী হতে অব্যাহতি পত্রচাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন পত্রচাকুরীজীবি englishচাকুরীজীবী এর ইংরেজি কিচাকুরীজীবী বানানচাকুরীতে যোগদান পত্রের নমুনাচাকুরীর অভিজ্ঞতা সনদচাকুরীর খবর পত্রিকাদৈনিক চাকুরীর খবরবিদেশে চাকুরীবেতন বছরে ১৫ লাখ ৬৭ হাজারমহিলা বিষয়ক অধিদপ্তর চাকুরী আবেদন ফরমসমাজ কল্যান মন্ত্রনালয় চাকুরীসরকারি চাকুরীর আবেদন ফরমসরকারী চাকুরী বিধিমালাসরকারী চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তিসরকারী চাকুরীর বিজ্ঞপ্তিসাপ্তাহিক চাকুরীর পত্রিকাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.