এনএইচআরডিএফে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন কোম্পানি জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এ প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, গণিত, অ্যাপ্লাইড ম্যাথমেটিকস, পরিসংখ্যান, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠান বা জাতীয় বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র লেভেলে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতাসহ সরকারি আইনকানুন জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট প্রক্রিয়ায় দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    বয়স: ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৬০ বছর
    বেতন: কোম্পানির অনুমোদিত স্কেল অনুযায়ী

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সনদ ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি আবেদনের সঙ্গে যুক্ত করে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ), জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ভবন (ষষ্ঠ তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: আগামী ১২ ডিসেম্বর ২০২৩।

user-1+2

all author posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.