ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে একাধিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৬ থেকে ২০তম গ্রেডে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • ২. পদের নাম: গাড়িচালক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্সসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ৩. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বয়স: ১৮ থেকে ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, নোয়াখালী, ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর; গাড়িচালক পদের জন্য নোয়াখালী, ফরিদপুর, চাঁদপুর, বাগেরহাট ও পঞ্চগড় এবং অফিস সহায়ক পদের জন্য নোয়াখালী, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, গাজীপুর, বরিশাল, চাঁদপুর, কক্সবাজার, ভোলা, বাগেরহাট, কুমিল্লা, পটুয়াখালী, ঢাকা, বগুড়া, লালমনিরহাট, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এতিম ও শারীরীক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা ১৬ নভেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের চাকরির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পাওয়া যাবে। আবেদন ফরমের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে অবশ্যই সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে)। আবেদনপত্রের খামের ওপরে পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ডাক-ঠিকানা উল্লেখ করে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিটসহ সাড়ে ৯ বাই সাড়ে ৪ ইঞ্চিবিশিষ্ট ফেরত খাম পাঠাতে হবে।

আবেদন ফি
সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের অনুকূলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/গাড়িচালক পদের জন্য ২০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করে রসিদ আবেদনপত্রে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৩।

user-1+2

all author posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.