ডেসকোতে চাকরির সুযোগ

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোম্পানিতে ৮ ক্যাটাগরির পদে ৭ থেকে ১৩তম গ্রেডে ৭৩ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    বেতন গ্রেড:

  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    বেতন গ্রেড:

  • ৩. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    বেতন গ্রেড:

  • ৪. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    বেতন গ্রেড:

  • ৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ, ব্যবস্থাপনা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি। সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেল ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
    বেতন গ্রেড:

  • ৬. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা: ১১
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
    বেতন গ্রেড: ১২

    • ৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার
      পদসংখ্যা: ৩৫
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
      বেতন গ্রেড: ১২

    • ৮. পদের নাম: রিসেপশনিস্ট
      পদসংখ্যা:
      যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ/জিপিএ–৫-এর স্কেল ২.০ থাকতে হবে। ৩ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
      বেতন গ্রেড: ১৩

    সব পদের অন্যান্য সুবিধা
    মূল বেতনের ৫০-৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠীবিমা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে।

    বয়সসীমা
    ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

    আবেদন যেভাবে
    আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে ডেসকোর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে এ লিংকে। নিয়োগ ও পদসংক্রান্ত তথ্য এই লিংকে জানা যাবে।

    আবেদন ফি
    ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য ১ হাজার টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল ২০২৩, রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত

Tags: ১৭ বছরে চাকরি৪ পদে ডিএসসিসিতে চাকরির সুযোগ৮ জুলাই চাকরির খবরansar vdp job circular 2021bangladesh army job circularbangladesh navy job circulabangladesh police job circularbcs jobbd job circular 2021bd police job circular 2022bgb job circular 2021caab jobCholoman sokol chakrir khoborcid job circularcivil defense jobdefense job circularjobjob circular 2020job circular 2021ministry of defense job circularnavy job circularngo job circularnsi job circularnsi job circular 2020nsi job circular 2021Ntv চাকরির খবরpolice job circularporibar porikolpona job circularprimary job circularrailway job circularঅফিসার পদে চাকরি দেবে স্কয়ার ফুডঅফিসিয়াল চাকরিঅভিজ্ঞতা ছাড়া চাকরি ২০২২আকিজ গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরিআন্তর্জাতিক সংস্থায় চাকরিআবুল খায়ের গ্রুপের মোবাইল নাম্বারআর্জেন্ট চাকরি ২০২২ইসলামী ব্যাংকে চাকরির যোগ্যতাএইচএসসি পাশে বেসরকারি চাকরি ২০২২এস আলম গ্রুপে ম্যানেজার পদে চাকরিএসএসসি পরীক্ষা কবে শুরু হবেএসএসসি পাশে বেসরকারি চাকরি ২০২১এসডিএফ চাকরির বিজ্ঞপ্তি 2022 প্রথম আলোকরমো চাকরিকুমিল্লায় চাকরি অনুসন্ধানক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে এসিআই মটরসগাইনোকোলজিস্ট নিয়োগ দিচ্ছে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালচট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তালিকাচট্টগ্রাম বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি 2022চট্টগ্রাম বন্দর হাসপাতালচট্টগ্রাম বিমান বন্দরে নিয়োগ ২০২২চাকরি বাজার কমটাইম কিপারঠাকুরগাঁও শোরুমে চাকরি ২০২১ঢাকায় চাকরির খবরদারাজে চাকরির সুযোগদিনাজপুর চাকরির খবর ২০২২পত্রিকায় চাকরিপশ্চিমবঙ্গে বেসরকারি চাকরির খবরপায়রা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.