ঢাকায় বিডিজবস কারিগরি চাকরির মেলা, নিয়োগ পাবে ৫ হাজার কর্মী

ঢাকায় বিডিজবস কারিগরি চাকরির মেলা, নিয়োগ পাবে ৫ হাজার কর্মী

দেশের শীর্ষস্থানীয় ৬০টি কোম্পানিতে পাচঁ হাজারের অধিক জনবল নিয়োগের উদ্দেশ্যে ঢাকায় কারিগরি চাকরির মেলার আয়োজন করেছে বিডিজবস ডটকম। (২৭ সেপ্টেম্বর) মিরপুরের পিএসসি কনভেনশন হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দেশের সবচেয়ে বড় এ কারিগরি চাকরির মেলা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডিজবস ডটকমের পরিচালক প্রকাশ রায় চৌধুর।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান ও এটুআইয়ের যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) নাহিদ সুলতানা মল্লিক।

প্রকাশ রায় চৌধুরী বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বিভিন্ন কারিগরি বিষয়ের উপর কোর্স সম্পন্ন করেছেন ও যারা নার্সিং, হেলথ টেকনোলজিস্ট, শেফ, ওয়েটার, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, টেকনিশিয়ান, গ্রাফিক্স ডিজাইনিং, ড্রাইভার, কার্পেন্টারসহ বিভিন্ন কারিগরি পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য এ মেলা। ইতোমধ্যে ৩০ হাজার বিভিন্ন কারিগরি পেশাজীবি ও সার্টিফিকেট/ডিপ্লোমাধারি মেলায় বিভিন্ন কোম্পানিতে আবেদন করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ কারিগরি কর্মীর অনেক অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো এ ধরনের জনবল নিয়োগ করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যারা বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তাদের সঙ্গে কোম্পানিগুলোর যোগাযোগ স্থাপন করা অনেক কঠিন কাজ। কোম্পানিগুলোর সঙ্গে দক্ষ কারিগরি কর্মীদের একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করেছে।

প্রকাশ রায় বলেন, কারিগরি কর্মীরা যেন খুব সহজে কোম্পানিগুলোর কাছে নিজেদের উপস্থাপন করতে পারে, কোম্পানির চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারে সেজন্য মেলায় বিভিন্ন সেমিনারের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রোগ্রাম অ্যাসোসিয়েট হাবিবুর রহমান, বিডিজবস ডটকমের টেকনোলজি ডিরেক্টর কাজী লতিফুর রহমান ও জিএম ফাইন্যান্স মোসাদ্দিক বিন কামাল।

বিডিজবস ডটকম কারিগরি চাকরি মেলা আয়োজনে সহযোগিতা করছে এটুআই (a2i) ও ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। বিডিজবস প্রতিবছর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে কারিগরি চাকরি মেলার আয়োজন করে।

Tags: ৮ জুলাই চাকরির খবরansar vdp job circular 2021bangladesh army job circularbangladesh navy job circulabangladesh police job circularbcs jobbd job circular 2021bd police job circular 2022bgb job circular 2021caab jobCholoman sokol chakrir khoborcid job circularcivil defense jobdefense job circularjobjob circular 2020job circular 2021ministry of defense job circularnavy job circularngo job circularnsi job circularnsi job circular 2020nsi job circular 2021police job circularporibar porikolpona job circularprimary job circularrailway job circularআন্তর্জাতিক সংস্থায় চাকরিআর্জেন্ট চাকরি ২০২২ইসলামী ব্যাংকে চাকরির যোগ্যতাএসডিএফ চাকরির বিজ্ঞপ্তি 2022 প্রথম আলোকরমো চাকরিচাকরি বাজার কমঢাকায় বিডিজবস কারিগরি চাকরির মেলাঢাকায় বিডিজবস কারিগরি চাকরির মেলা নিয়োগ পাবে ৫ হাজার কর্মীনিয়োগ পাবে ৫ হাজার কর্মীপত্রিকায় চাকরিপ্রতি দিন চাকরির খবরফ্যাক্টরিতে চাকরির খবর ২০২২বেসরকারি ব্যাংকে চাকরির যোগ্যতারুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডসমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2022সমাজসেবা অধিদপ্তর কম্পিউটার প্রশিক্ষণ ২০২২সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২সরকারি ব্যাংকে চাকরির শিক্ষাগত যোগ্যতাসহকারী সমাজসেবা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তিসাপ্তাহিক চাকরির খবরসোনালী ব্যাংকে চাকরির যোগ্যতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.