ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ১

যোগ্যতা: প্রার্থীদের পপুলেশন সায়েন্সেস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে এবং উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০–সহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। যেসব প্রার্থী স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার প্রদান করা হতে পারে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

যেভাবে আবেদন
আট কপি আবেদনপত্র রেজিস্ট্রারের বরাবর পাঠাতে হবে। প্রতি কপি আবেদনপত্রের সঙ্গে সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকার মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২২ অক্টোবর ২০২৩।

user-1+2

all author posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.