Centre for Development Innovation & Practices – CDIP

জব কনটেক্সট
  • সিদীপ` ২৮ বছর যাবৎ আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও রাজবাড়ী এবং নওগা জেলায় কাজ করছে।
  • পিকেএসএফ এর PACE প্রকল্পের আওতায় নিরাপদ পদ্ধতিতে উৎপাদিত কাঁঠাল ও অন্যান্য ফল শুস্ককরণ ও বাজারজাতকরণে প্রক্রিয়াজাতকরন কারখানা (আশুলিয়া, ঢাকা) ফলমূল ও শাকসব্জি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদনে কাজ করার জন্য গ্রামীণ পরিবেশে অবস্থান করে কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে বর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ
  • ফলমূল এবং শাকসব্জি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদন কর্মকর্তা প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদন কাজে নিয়োজিত সব কর্মচারীদের সিদীপের নিয়মানুযায়ী পরিচালিত করবেন এবং পূর্ণ কাজের তদারকি এবং সফলতার সাথে উৎপাদন নিশ্চিত করা;
  • যথাযথ কর্মপন্থার মাধ্যমে উৎপাদন নিশ্চিত করার জন্য কর্মীদের নির্দ্দিষ্ট কাজে নিয়োজিত করা;
  • অপারেশন ম্যানেজার অথবা ইউনিটের প্রধানকে প্রয়োজন অনুযায়ী তার সকল কাজে সহায়তা করা;
  • দলের সদস্য এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান;
  • দৈনিক উৎপাদন সময়সূচী তৈরী করা এবং সময়সূচী অনুযায়ী উৎপাদন পরিচালনা করা;
  • তাজা ফল ও সবজির সঠিক পরীক্ষা, বাছাই এবং গ্রেডিং নিশ্চিত করা;
  • প্রয়োজনীয় খোসা ছাড়ানো, কোরিং, টুকরো টুকরো করা এবং সবজির ব্লাঞ্চিং করা;
  • ফল্মুল এবং শাকসব্জি ডিহাইড্রেটিং, ভাজা, এবং হিমায়িত করার প্রক্রিয়াগুলি তত্ত্বাবধান করা;
  • তাপ জীবাণুমুক্তকরণ এবং জল শীতল করার প্রক্রিয়াগুলি তত্ত্বাবধান করা;
  • মোড়কজাত করার প্রক্রিয়া তদারকি করা;
  • ফিলিং এবং সিলিং করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং পর্যায়ক্রমে সব ধরণের মেশিন/সরঞ্জামাদি পরীক্ষা করা;
  • প্রতিদিন কাজ শেষে মেশিন/সরঞ্জামাদি পরিস্কার পরিচ্ছন্ন করা। ডিপ ক্লিনিং এর জন্য পর্যায়ক্রমে সব ধরণের মেশিন/সরঞ্জামাদি পরিস্কার পরিচ্ছন্নতার লিস্ট করা;
  • উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায় নিরীক্ষণ করে, প্রতি ব্যাচ প্রডাকশনকে সম্পূর্ণরূপে রেকর্ড করা এবং যথাযথ স্টোরেজের জন্য প্রস্তুত করা;
  • উৎপাদন সরঞ্জাম জীবাণুমুক্ত এবং উৎপাদন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার নিশ্চিত করা;
  • প্রক্রিয়াকরণ এবং স্যানিটেশনের জন্য ফল্মুল এবং শাকসব্জি হ্যান্ডলিং প্রক্রিয়া এবং প্রবিধান অনুসরণ করা এবং নিশ্চিত করা;
  • নিয়মিত সমস্ত মেশিন/সরঞ্জাম পরিদর্শন করা, চার্ট তৈরী করা এবং প্রয়োজনীয় সংস্কার সমন্বয় করা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করা।
চাকরির ধরন

ফুল টাইম, চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা
  • গ্রাজুয়েশন বা সমমান;
  • একটি ফলমূল এবং শাকসব্জি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানে কম পক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা;
  • ফলমূল এবং শাকসব্জি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদন বিষয়ে কোন ডিপ্লোমা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে;
  • তবে, অভিজ্ঞ প্রার্থী হলে প্রযোজ্য ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য।
অভিজ্ঞতা
  • সর্বনিম্ন ২ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • বয়স ২২ থেকে ৩৫ বছর
কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন
    টাকা. ৩০৩০০ – ৩৫৩০০ (মাসিক )
কোম্পানীর সুযোগ সুবিধাদি
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
  • সংস্থার নিয়ম অনুযায়ী;
উৎস

বিডিইনফো

চাকরির সারসংক্ষেপ

প্রকাশ তারিখ: ৫ মার্চ ২০২৩

খালি পদ:   ১

চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক

অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর

বয়স: বয়স ২২ থেকে ৩৫ বছর

কর্মস্হল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: টাকা. ৩০৩০০ – ৩৫৩০০ (মাসিক )

আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৩

আবেদনের পূর্বে পড়ুন

আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি, মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত সময়সীমার মধ্যে “বিভাগীয় প্রধান, মানবসম্পদ ও ওডি এবং প্রশাসন বিভাগ” বরাবরে বর্ণিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।

খামের উপর পদের নাম লিখতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে
নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ’র জন্য ডাকা হবে, এ জন্যে কোনো প্রকার টি.এ/ ডি.এ প্রযোজ্য হবে না।
উল্লেখ থাকে যে, ইন্টারভিউ’র সময় পরীক্ষা পাশের মূল সনদপত্র সহ অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) দেখাতে হবে ।

*ছবি অবশ্যই আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে যুক্ত থাকতে হবে

রিজিউমি গ্রহণের উপায়

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস – সিদীপ
সিদীপ ভবন,
হাউজ # ১৭, রোড # ১৩, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, আদাবর, ঢাকা।
ভিজিট করুন: www.cdipbd.org
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.