জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া

bdinfo.com.bd

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উক্ত কর্মচারী শাখার ১৪/১২/২০১১ তারিখের ০৫, ০০০.১৬৬১১.২৩.১৫,৩০৮ নং স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার সাধারণ প্রশাসনের অধীন প্রচলিত নিয়ােগ বিধি অনুযায়ী নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online-এ (http://dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

ক্রঃ নংঃপদের নামপদ সংখ্যাবেতন স্কেলশিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা
১।সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩(তেরাে)টি১০,২০০-২৪,৬৮০/-
(গ্রেড-১৪)
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
(খ) ওয়ার্ড প্রসেসিং, প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং-এ দক্ষতা;
(গ) কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা;
(ঘ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতিসম্পন্ন হতে
(ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে সর্বনিম্ন পতি বাংলায়
২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।
২।পরিসংখ্যান সহকারী০১(এক)টি১০,২০০-২৪,৬৮০/-
(গ্রেড-১৪)
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
(খ) ওয়ার্ড প্রসেসিং, প্রেসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং-এ দক্ষতা; এবং
(গ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
৩।সার্টিফিকেট সহকারী০৫(পাঁচ)টি৯,৩০০-২২,৪৯০/-
(গ্রেড-১৬)
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ:
(খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা:
(গ) স্প্রেডশিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা; এবং
(ঘ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে নূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
৪।হিসাব সহকারী০৯ (নয়)টি৯,৩০০-২২,৪৯০/-
(গ্রেড-১৬)
ক) কোনাে স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ:
(খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা:
(গ) স্প্রেডশিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা; এবং
(ঘ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে নূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।

 শর্তাবলী :

 ১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

 ২, বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। 

৩, জেলা প্রশাসক, বগুড়া বরাবর আবেদন করতে হবে।

 ৪, বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিভাগীয়/চাকরিরত প্রার্থীর আবেদনের কোনাে অগ্রিম কপি গ্রহণযােগ্য বলে বিবেচিত হবে না। 

৫. লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি উপস্থাপন/দাখিল করতে হবে । 

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy) 

খ) শিক্ষাগত যােগ্যতার প্রমাপস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র।

 গ) পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ০১ (এক) কপি নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

 ঘ) জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে, যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

 ৬) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে মুক্তিযােদ্ধা কোটায় নিয়ােগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৮/১০/২০১০ খ্রি. তারিখের ৪৮.০০.০০০০.০৩.২৫.০১১.২০.৮৭৫ নং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) সংরক্ষিত/প্রকাশিত নিম্নবর্ণিত যে কোনাে একটি প্রমাণক দাখিল করতে হবে। উক্ত প্রমাণকে সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার নাম থাকতে হবে;

(ক) ভারতীয় তালিকা :

(১) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা; 

(২) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (পদ্মা); 

(৩) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (মেঘনা);

 (৪) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (সেক্টর); 

(৫) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (সেনা, নৌ ও বিমান বাহিনী); 

অথবা 

(খ) লাল মুক্তিবার্তা :

 (১) লাল মুক্তিবার্তা চূড়ান্ত লাল বই);

 (২) লাল মুক্তিবার্তা স্মরণীয় যারা বরণীয় যারা;

অর্থবা

 (গ) গেজেট :

(১) জাতীয় মুক্তিযােদ্ধা কাউন্সিল এর সিদ্ধান্ত মােতাবেক বেসামরিক গেজেট;

 (২) প্রবাসে বিশ্ব জনমত গেজেট;

 (৩) বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত কর্মকর্তা গেজেট; 

(৪) বিসিএস গেজেট:

 (৫) স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গেজেট; 

(৬) বীরাঙ্গনা গেজেট;

 (৭) স্বাধীন বাংলা ফুটবল দল পেজেট; 

(৮) ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট 

(৯) বিশ্রামগা হাসপাতালে নিয়ােজিত বা দায়িত্ব পালনকারী মুক্তিযােদ্ধা গেজেট এবং 

(১০) মুজিবনগর গেজেট:

অথবা 

(ঘ) বাহিনী গেজেট :

(১) সেনাবাহিনী গেজেট; 

(২) নৌবাহিনী গেজেট; 

(৩) বিমানবাহিনী গেজেট; 

(৪) বিজিবি গেজেট; 

(৫) পুলিশ বাহিনী গেজেট; 

(৬) আনসার বাহিনী গেজেট 

(৭) নৌ-কমাল্টে গেজেট

অথবা 

(ঙ) শহীদ গেজেট :

(১) শহীদ বেসামরিক গেজেট:

(২) সশস্ত্র বাহিনী শহীদ গেজেট; 

(৩) শহীদ বিজিবি গেজেট এবং

(৪) শহীদ পুলিশ গেজেট: 

(চ) খেতাবপ্রাপ্ত : খেতাবপ্রাপ্ত গেজেট

অথবা 

(ছ) যুদ্ধাহত :

(১) যুদ্ধাহত গেজেট; 

(২) যুদ্ধাহত পঙ্গু (বর্ডারগার্ড বাংলাদেশ) গেজেট; 

(৩) যুদ্ধাহত (বর্ডারগার্ড বাংলাদেশ) গেজেট; 

(৪) যুদ্ধাহত সেনা গেজেট এর যে কোনাে একটি প্রমাণকে মুক্তিযােদ্ধার নাম থাকতে হবে। .

চ) বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে

প্রার্থীর নাম
পিতার নাম ও
ঠিকানা
মুক্তিযােদ্ধার নাম
পিতার নাম ও
ঠিকানা
যে তালিকা বা
গেজেটে মুক্তিযােদ্ধার
নাম রয়েছে তার
বিবরণ :
প্রার্থীর সাথে মুক্তিযােদ্ধার সম্পর্ক
(মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং
নাতী/নাতনীর ক্ষেত্রে ছেলে/মেয়ে
পক্ষ উল্লেখ করতে হবে)
মুক্তিযােদ্ধার জন্ম তারিখমন্তব্য
১। জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ;
২। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ
৩। এসএসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ:
৪। জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি
কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের প্রত্যয়পত্র অনুযায়ী জন্ম তারিখ

ছ) অন্যান্য কোটায় নিয়ােগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ/প্রমাপক। 

জ) প্রশিক্ষণের সনদপত্র। 

ঝ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।

 ৬, মুক্তিযােদ্ধা কোটায় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে দেশের প্রচলিত আইন অনুসারে ওয়ারিশপত্র দাখিল করতে হবে। মুক্তিযােদ্ধা জীবিত থাকলে ওয়ারিশপত্রে তার | প্রতিস্বাক্ষর থাকবে এবং মুক্তিযােদ্ধা জীবিত না থাকলে ওয়ারিশপত্রে কমপক্ষে ০১ (এক) জন ওয়ারিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে। কোনাে মুক্তিযোদ্ধার ওয়ারিশ

অসত্য তথ্য সংবলিত ওয়ারিশপত্র গ্রহণ করলে তা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

৭. লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও রেকর্ডপত্রের সত্যায়িত ছায়াপিপি ০১ (এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে। 

৮. প্রার্থীর বয়সসীমা ০৩ এপ্রিল, ২০১২ খ্রি. তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোনাে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। 

৯, নিয়ােগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়ােগের জন্য প্রার্থী তার দাবির

স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাপক মেীখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী। হিসেবে বিবেচনা করা হবে। কোটায় নিয়ােগের জন্য প্রার্থীদের সনদ/প্রমাপক বিবেচনা/গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বাের্ড/বিভাগীয় নির্বাচনী বাের্ডের সিদ্ধান্তই

চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ে উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে। 

১০, অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গপ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য নিয়ােগ কার্যক্রমের যে কোনাে পর্যায়ে বা নিয়ােগ দানের পরেও

অসত্য/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার আবেদন/নির্বাচন/নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। 

১১. কেবল একটি পদের জন্য আবেদন করা যাবে। একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। নিয়ােগ পরীক্ষা একই তারিখ

য়ে অনুষ্ঠিত হবে বিধায় একটি পদের বিপরীতে নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। 

১২. নির্বাচনী পরীক্ষায় সংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনাে টি.এ/ডি.এ দেওয়া হবে না। 

১৩. কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযােজন, বিয়ােজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 

১৪. আবেদনপত্র গ্রহণবাতিল ও নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনাে আপত্তি উত্থাপন করা যাবে না। 

১৫. কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনাে শর্ত বা অনুচ্ছেদ সংশােধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 

১৬. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলী : 

ক, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা

নিম্নরূপ :

 i. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৩ এপ্রিল, ২০২২ খ্রি. সকাল ১০:০০টা।

 ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৮ এপ্রিল, ২০১৭ খ্রি. বিকাল ৫:০০টা। 

iii. উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk Pre

paid mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload | করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০ KB ও স্বাক্ষর ৬ KB হতে হবে। 

গ. online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল

তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। 

ঘ, প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং

মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। 

ও. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর

Upload করে আবেদনপত্র Subirit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী ডাউনলােড়পূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copyতে একটি User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk Pre-paid মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি ১০০/- (একশত) টাকা + Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারাে) টাকাসহ সর্বমােট ১১২/- (একশত বারাে মাত্র) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।

” প্রধম SMS: DCBOGURA<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: DCBOGURA <space> ABCDEF send to 16222 Reply: Applicant’s Name, Tk. 112/- Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCBOGURA<space>YES<space>PIN and send to 16222. দ্বিতীয় SMS: DCBOGURA <space>YES<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: DCBOGURA YES 12345678 send to 16222 Reply: Congratulations Applicant’s Name payment completed successfully for DCBOGURA Application for post XXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXXXX). চ, Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ছ, SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানকেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

 জ, শুধু Teletalk Pre-paid মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পাবেন।

 (i) User ID S C : DCBOGURA <space>Help<space>User<space>User ID & send to 16222. Example: DCBOGURA Help User 12345678 Send to 16222. (ii) PIN Number জানা থাকলে : dcbogura <space>Help<space>PIN<space>PIN NO & Send to 16222. Example: dcbogura Help PIN 12345678 Send to 16222.

ঝ, অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনাে মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 

ঞ, অনলাইনে আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১১১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd বা dcbogura@mopa.gov.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। 

ট, বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বগুড়া জেলার ওয়েব পাের্টাল www.bogra.gov.bd এবং http://dcbogura.teletalk.com.bd অথবা QR Code স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জবপাের্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও যাবে। নিয়ােগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bogra.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

(মােঃ জিয়াউল হক) জেলা প্রশাসক

বড় টেলিফোন : ০২৫৮৯১০০০২০(অ:) ই-মেইল : dcbogura@mopa.gov.bd

পিএফ-১৪-৩৯৬/২২ (১২২৮)

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.