জনতা ব্যাংকে চাকরির সুযোগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের ২০২০ সালভিত্তিক ৩১২টি অফিসার (আরসি) পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (আরসি) পদে এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (পরীক্ষার ধরন এমসিকিউ) আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

অফিসার (আরসি) পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭৩ জন। ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, মানিব্যাগ, বই, ক্যালকুলেটর ও স্মার্টওয়াচ নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রবেশপত্রে খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। পরীক্ষার সময় প্রার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। মাস্ক ছাড়া প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এখানে

user-1+2

all author posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.