ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ

পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। এ ক্ষেত্রে ২৭ জুন থেকে এই ছুটি শুরু করার পক্ষে কমিটি মঙ্গলবার (১৩ জুন) বিকেলে।

মন্ত্রিসভা এই সুপারিশ অনুমোদন দিলে ঈদের ছুটি হবে ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এই ছুটির পরদিনই ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ গ্রহণ করা হলে এবারের ঈদের ছুটি হবে বাস্তবে পাঁচ দিন। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

২৯ জুন কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর বিষয়টি নির্ভর করছে। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ঈদের ছুটিতে ঘরমুখী বহু মানুষ মারা যায় (দুর্ঘটনায়)। গত ঈদুল ফিতরের সময়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ ছিল। এবারও যাতে সেটি হয়, সে জন্য অনেকে মত দিয়েছেন ঈদের ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য। এটি মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করা হবে। যদি মন্ত্রিসভা অনুমোদন করে, তাহলে হয়তো যাতায়াতে চাপ কম পড়বে, মানুষ একটু নিরাপদে যেতে পারবে।

মন্ত্রী একাধিকবার স্মরণ করে দিয়ে বলেন, এটি সুপারিশ, সিদ্ধান্ত নয়।

user-1+2

all author posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.