টেলিভিশন উপস্থাপক থেকে যেভাবে শরণার্থী হলেন এক আফগান নারী

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রায় এক বছর পেরিয়ে গেছে। এই কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীর হাতে কাবুলের পতনের পর টেলিভিশন উপস্থাপক শবনম দাওরান এবং আরও লাখ লাখ আফগান নারীর জীবন রাতারাতি পাল্টে গেছে।

শবনমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেটিতে দেখা যাচ্ছে তালেবান তাকে হুমকি দিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে যুক্তরাজ্যে নিয়ে আসা হয়। তিনি বিবিসির সোদাবা হায়দারির কাছে বর্ণনা করছিলেন কীভাবে আফগানিস্তান থেকে পালিয়ে এসে তাকে যুক্তরাজ্যে নতুন জীবন শুরু করতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.