ফিফা বিশ্বকাপ ২০২২: মরুভূমিতে স্টেডিয়াম শীতল রাখার অভিনব পন্থা

ফিফা বিশ্বকাপ ২০২২: মরুভূমিতে স্টেডিয়াম শীতল রাখার অভিনব পন্থা

উপসাগরীয় দেশ কাতার যখন ২০২২-এর বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসাবে নির্বাচিত হয়, তখন অনেকেই ভুরু কুঁচকেছিলেন, দেশটির মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ থেকে শুরু করে এই প্রতিযোগিতা আয়োজনের প্রকৃত চ্যালেঞ্জগুলো দেশটি মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল – যেমন যে দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সেখানে খেলোয়াড় এবং দর্শকরা গরম কীভাবে সামলাবেন?

একটা সমাধান ছিল টুর্নামেন্ট শীতকালে সরিয়ে নেয়া। কিন্তু মরু অঞ্চলের ধনী দেশটি এখনও এই নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলাকে একটা কিংবদন্তী করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে। যেটা হল: প্রযুক্তির এমন অগ্রগতি যার মাধ্যমে এমনকি সবচেয়ে উষ্ণ আবহাওয়ার দেশগুলোর জন্য সারা বছর যে কোন সময়ে বড়ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে। কাতারের স্থানীয় ফুটবলার হাজার সালেহ বলছেন, ওই এলাকার তাপমাত্রা এবং আর্দ্রতা খেলার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ।

কাজেই, বিশাল অঙ্কের অর্থ ব্যয় না করে খেলোয়াড় এবং দর্শকদের জীবন তারা কীভাবে স্বস্তিদায়ক করবেন?

কাতারে আল জানউব স্টেডিয়ামের চিত্র, আকাশ থেকে তোলাকাতারে আল জানউব স্টেডিয়ামের চিত্র, আকাশ থেকে তোলা
আকাশ থেকে তোলা আল জানউব স্টেডিয়ামের ছবিতে বড় লাল তীর চিহ্ণ দিয়ে গরম হাওয়ার গতিপথ দেখানো হয়েছে আল জানউব স্টেডিয়ামের ভেতরের ছবিতে খেলার পিচ এবং দর্শকদের গ্যালারিআল জানউব স্টেডিয়ামের ভেতরের ছবিতে খেলার পিচ এবং দর্শকদের গ্যালারি লাল রঙ-এর শেড দিয়ে বোঝানো হয়েছে সেটি উত্তপ্ত হয়ে আছে
আল জানউব স্টেডিয়ামের ভেতরের ছবিতে খেলার পিচ এবং দর্শকদের গ্যালারি লাল রঙ-এর শেড দিয়ে বোঝানো হয়েছে সেটি উত্তপ্ত হয়ে আছে

আল জানউব স্টেডিয়ামের ভেতরে ছবিতে দেখা যাচ্ছে খেলার পিচ এবং গাঢ় লাল রং দিয়ে চিহ্ণিত উষ্ণ দর্শকদের গ্যালারি

আল জানউব স্টেডিয়ামের ভেতরের ছবিতে খেলার পিচ এবং দর্শকদের গ্যালারি লাল রঙ-এর শেড দিয়ে বোঝানো হয়েছে সেটি উত্তপ্ত হয়ে আছে

আল জানউব স্টেডিয়ামের ভেতরে ছবিতে দেখা যাচ্ছে খেলার পিচ এবং নীল রঙ দিয়ে চিহ্ণিত দর্শকদের গ্যালারি যেখানে ঠাণ্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে

আল জানউব স্টেডিয়ামের ভেতরের গ্রাফিক্স ছবি যেখানে পিচ ও স্ট্যান্ডের রঙ লাল অর্থাৎ সেখানে গরম

আল জানউব স্টেডিয়ামের ভেতরের ছবিতে খেলার পিচ এবং দর্শকদের গ্যালারি লাল রঙ-এর শেড দিয়ে বোঝানো হয়েছে সেটি উত্তপ্ত হয়ে আছে

স্ক্রল করে নিচে যান এবং আল জানউব স্টেডিয়ামে বাতাস কীভাবে সঞ্চালিত হচ্ছে তা দেখুন। কাতার ২০২২-এ যে আটটি ভেন্যুতে খেলা হবে এটি তার একটি।

কাতারে তাপমাত্রা ও আর্দ্রতা খুব বেশি হতে পারে। সমুদ্র থেকে গরম হাওয়া ছোট এই দ্বীপ রাষ্ট্রটির ওপর দিয়ে প্রবাহিত হয়।

প্রথম চ্যালেঞ্জ হল গরম বাতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.