ব্রিটেনকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

ব্রিটেনকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। এর সুফল পেল দেশটি। ভারত এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। অর্থনীতির শক্তির বিচারের ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তালিকার পঞ্চম স্থানে উঠে এল ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বিভিন্ন দেশের জিডিপির পরিসংখ্যানসহ করা তালিকায় ব্রিটেনের অবস্থান ষষ্ঠ স্থানে।

২০২১-এর শেষ তিন মাসের হিসাবে ব্রিটেনকে সরিয়ে ষষ্ঠ স্থান থেকে পঞ্চমে উঠে এল ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির আকার ছিল ৮৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ সময়ে ব্রিটেনের অর্থনীতির আকার ছিল ৮১৬ বিলিয়ন ডলার। ত্রৈমাসিকের শেষ দিনে ডলারের বিনিময় হার ধরে হিসাবটি করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি বছরে ১৩ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যদিও দেশটির রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার পূর্বাভাস থেকে এ হিসাব কিছুটা কম। উন্নয়নশীল দেশের মধ্যে বৃদ্ধির হারে সর্বোচ্চ ছিল ভারত জিডিপি।

ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম অর্থনীতি ভারতের অর্থনীতি এ বছর ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির ঠিক পরেই ভারত। অর্থাৎ নরেন্দ্র মোদির ভারত পঞ্চম স্থানে। ব্রিটেন পিছিয়ে গেল ষষ্ঠ স্থানে।

এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল ১১তম স্থানে। সেখান থেকে ভারত উঠে এল পঞ্চম স্থানে। গত কয়েক মাস ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে ব্রিটেনে। প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের উত্তরসূরি কে হবেন, লিস ট্রাস নাকি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

তার আগে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তালিকা প্রকাশ করল আইএমএফ। অনেকের বক্তব্য, মসনদে যিনিই বসুন, তাঁকেই এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। শুধু তা–ই নয়, উত্তীর্ণও হতে হবে। গত অর্থবছরের শেষ প্রান্তিকে বড় লাফ দিয়ে ব্রিটেনকে ছাপিয়ে গেছে ভারত। শুধু তা–ই নয়, পূর্বাভাস কোভিডের ধাক্কা কাটিয়ে চলতি অর্থবছরেও ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি ৭ শতাংশ হারে বাড়তে পারে।

Tags: ২০১৯-এ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত২০৩৫ সালের বিশ্ব: যেসব দেশকে ছাড়িয়ে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তমঅর্থনীতিতে ভারত কত নম্বরেইউক্রেইনে রুশ আগ্রাসন কি বিশ্বে মার্কিন প্রভাব খর্ব করবে?চল্লিশের ঘরে বাংলাদেশজিডিপি অনুযায়ী দেশের তালিকাবাজেটের আকার: শীর্ষে যুক্তরাষ্ট্রবাংলাদেশ কততম অর্থনীতির দেশবাংলাদেশ কততম অর্থনীতির দেশ ২০২১বিশ্ব অর্থনীতির তালিকাবিশ্ব অর্থনীতির শক্তির ভারসাম্যে পরিবর্তন আসছেবিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের তালিকাবিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের তালিকা ২০২২ব্রিটেনকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতব্রিটেনকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতরাশিয়া কততম অর্থনীতির দেশরাশিয়ার তেলের সর্বোচ্চ দাম বেধে দেয়ার সিদ্ধান্ত নিল জি-সেভেনস্বদেশ-বিদেশ - মাসিক আত-তাহরীক

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.